সাতক্ষীরায় ৭ দিনে প্রায় ২০ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
গাজী হাবিব: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাত্র ৭ দিনে প্রায় ২০ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
শনিবার (২২ মার্চ) প্রেরিত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাঁকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকা থেকে গত ১৬ মার্চ’২৫ হতে ২২ মার্চ’২৫ সাত দিনে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এ ভারতীয় মালামাল আটক করে বিজিবি সদস্যরা।
আরো জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে গত ১৬ মার্চ ২০২৫ হতে ২২ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত পৃথক বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। ওই চোরাচালানী অভিযান পরিচালনা করে ১৪,১১,৮০ টাকা মূল্যের রৌপ্য, ৭,৪০,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ১০,১৭,৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৬৬,০০০ টাকা মূল্যের ভারতীয় বোরকা, ২৭,০০০ টাকা মূল্যের ভারতীয় প্যান্ট, ২০,০০০ টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি, ৩১,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস এবং ৩৮,০২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন কসমেটিক্সসহ ও অন্যান্য মালামাল আটক করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরো জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।