কালিগঞ্জের শামসুল উুলুম মাদ্রাসায় এ+ প্রাপ্তদের সংবর্ধান
এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের পূর্বনলতায় পীর এ কামেল হযরত মাওলানা মোহাম্মদ সালমান সাহেব দা: বা: প্রতিষ্ঠিত শামসুল উলুম মাদ্রাসার ছাত্ররা হফফাজুল কোরআন ফাউন্ডেশনের শিক্ষা বোর্ডের অধীনে-২০২৫ সালে অনুষ্ঠিত বোর্ড পরিক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ করেছে। এছাড়া ৪ ছাত্র মুনতাজ (এ+) পাওয়ায় লাব্বাইক গ্রুপ সেবা সংস্থার আয়োজনে ও গ্রামবাসীর সহযোগিতায় তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদ মাগরিব অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শামসুল উলুম মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মোঃ আবুল হাসানে সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাব্বাইক গ্রুপ সেবা সংস্থার উপদেষ্টা মুজিবুর রহমান পাড়। এ সময় সাংবাদিক রফিকুল ইসলাম, গাজী অলিউর রহমানসহ শিক্ষার্থী, অভিভাবক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন