কালিগঞ্জদেবহাটাশ্যামনগরসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় ২১ মামলার আ*সা*মী দু*র্ধ*র্ষ ডা*কা*ত বাহার গ্রে*প্তা*র

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা থানার পুলিশ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে সাতক্ষীরা, খুলনা, যশোর, মাগুরা জেলার বিভিন্ন থানায় ২১ টি মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত বাহার আলী তরফদার (৩৯)কে গ্রেপ্তার করেছে। বুধবার (১৯ মার্চ) পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জেলার দুর্ধর্ষ ডাকাত বাহার আলী তরফদার কালিগঞ্জ থানার শংকরপুর গ্রামের মৃত জব্বার তরফদারের ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ডাকাত বাহার আলীর নামে কোর্টে ও বিভিন্ন থানায় কমপক্ষে ৩০টি মামলা রয়েছে।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার হিন্দু বাড়ি ডাকাতির ও অস্ত্র লুট মামলার স্বীকারোক্তি আসামী অস্ত্র ও মালামাল লুটপাটে তার সংশ্লিষ্টতা রয়েছে। যশোর জেলার শার্শা থানা সহ বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকান ও বাড়ি ডাকাতির কিছু মালামাল ও বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার হয়। মাগুরা জেলায় গাছ ফেলে পরিবহন ও বিভিন্ন যানবাহনে ডাকাতি লুটপাট মামলার আসামি সে। খুলনা জেলায় ডাকাতি লুটপাট, মামলার আসামি। এছাড়াও জেলার বিভিন্ন থানায় মামলা আছে।

জেলার বিভিন্ন উপজেলায় ডাকাত বাহার আলী ও তার বাহিনীর সদস্যদের অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি লুটপাট, মোটরসাইকেল চুরি, সুন্দরবনে ডাকাতি, অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে বাহার আলী জড়িত।

স্থানীয় এলাকাবাসী পুলিশ প্রশাসনসহ সকল পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে বাহার বাহিনীর সদস্যদে কাছে থাকা অবৈধ অস্ত্র-গোলা বারুদ ও লুন্ঠিত মালামাল, মাদক এবং সহযোগীদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *