শার্শায় যাত্রীবাহী বাস উল্টে ২ জন মারাত্মক আহত
হাসানূল কবীর, শার্শা: যশোর শার্শার কুঁচেমুড়া (সাতক্ষীরা-যশোর মহাসড়ক) নামক স্থানে যাত্রীবাহী বাস (যশোর ব- ১১-০১৭৮) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নীচে পড়ে উল্টে যায় এবং ৭ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে শার্শার রাড়ীপুকুরিয়া গ্রামের নাসরিন (৩০) ও হাড়িখালি গ্রামের লিটন (৩৮) মারাত্মক আহত হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী যাত্রীবাহী বাসটি ভীষণ দ্রুত গতিতে যাচ্ছিল এবং ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নীচে পড়ে উল্টে যায়। পরে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে দায়িত্বরত ডাঃ আবুল কালাম জানান, উক্ত বাস দুর্ঘটনায় আহত ৭ জন যাত্রী চিকিৎসা নিতে এসেছিল। তাদের মধ্যে নাসরিন নামে একজন যাত্রীকে এখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং লিটন নামে একজনের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, অপর ৫ জন যাত্রী চিকিৎসা নিয়ে চলে গেছে।