কালিগঞ্জের কাটুনিয়া মাদ্রাসার সভাপতি ড. মিজানুর রহমান
এসএম গোলামফারুক, কালিগঞ্জ: কালিগঞ্জের রতনপুর ইউনিয়নে অবস্থিত কাটুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ও কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ড. মো: মিজানুর রহমান।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০১৯ এর ৩৯ প্রবিধান অনুসারে এডহক কমিটির সভাপতিসহ ছয়মাস মেয়াদী এ এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, মাদ্রাসার সুপার মো: আপতাবুজ্জামান (সদস্য সচিব), মো: মোমিন আলী (সাধারণ শিক্ষক সদস্য) এবং মো: আফতাবুজ্জামান (অভিভাবক সদস্য)।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার (প্রশাসন) মো: আব্দুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এডহক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি ড. মো: মিজানুর রহমান কাটুনিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সভাপতি মনোনীত হওয়ায় কালিগঞ্জ সাংবাদিক ফোরাম ও রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।