সাতক্ষীরায় পানিতে ডুবে হাফিজিয়া মাদ্রাসা ছাত্রের মৃত্যু!
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় পানিতে ডুবে হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ১০ টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে কাশেমপুর মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পুকুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম মোঃ রাসেল হোসেন (১৫)। সে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
মাদ্রাসার একাধিক ছাত্র জানিয়েছে, সকালে কয়েকজন ছাত্র ওই পুকুরে গোসল করতে নামে । এসময় রাসেল হোসেন ডুব দিয়ে সাঁতার কাটার এক পর্যায়ে পুকুরের পাকা সিঁড়ির নিচে আটকে যায়। বিষয়টি বুঝতে পেরে তার সাথে থাকা সহপাঠীরা অন্যদের ডেকে নিয়ে পানির মধ্য থেকে তাকে উদ্ধার করে। অচেতন অবস্থায় রাসেলকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশেমপুর মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা আবু দাউদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাসেল হোসেন হেফয বিভাগের ছাত্র। সে বোর্ডিং এ থেকেই পড়াশোনা করতো।রাসেলের মৃত্যুতে আমরা সবাই মর্মাহত। তিনি তার রুহের মাগফিরাত কামনা করেন।