যশোরশার্শা

ঝিকরগাছায় এ্যাম্বুলেন্স ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

হাসানূল কবীর: যশোরের ঝিকরগাছায় এ্যাম্বুলেন্স ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে। এবং এ্যাম্বুলেন্সটির সামনে থেকে ডানদিকের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে।

বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে যশোর–বেনাপোল মহাসড়কের নবীনগর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামন আলী গ্রামের হাসান ইকবালের কন্যা রত্না খাতুন (১২)। আহতরা হলো- নিহত রত্না খাতুনের বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন। নিহত ও আহতরা সবাই উক্ত ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী ছিল।

এ বিষয়ে নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, ভোর সাড়ে ৬টার দিকে একটি মোটরভ্যান ৫ জন যাত্রী নিয়ে নাভারণের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে খুব দ্রুত গতিতে আসা একটি এ্যাম্বুলেন্স মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যায় এবং ২ জন আহত হয়। এ্যাম্বুলেন্স চালক তাৎক্ষণিক দ্রুত পালিয়ে যায় এবং ভ্যান চালকের এখনও কোন সন্ধান মেলেনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *