সাংবাদিক তৌফিকুজ্জামান লিটুর সুস্থ্যতা কামনায় বিবৃতি
নাজমুল আলম মুন্না: জাতীয় সাংবাদিক সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি তৌফিকুজ্জামান লিটু গতকাল রাতে স্বস্ত্রীক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। তার আশু সুস্থ্যতা কামনায় বিবৃতি দিয়েছেন জাতীয় সাংবাদিক সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জাতীয় সাংবাদিক সোসাইটির সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি দৈনিক এই সাতক্ষীরা শহরের প্রজন্ম একাত্তরের জেলা প্রতিনিধি সাইফুল আজম খান, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ নাজমুল আলম মুন্না, সহ সাধারণ সম্পাদক দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জিএম সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক সুপ্রভাত পত্রিকার সাব-এডিটর মোঃ মাজহারুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, দফতর সম্পাদক সাপ্তাহিক নির্ভিক সংবাদের জেলা প্রতিনিধি জাকির হোসেন জনি, প্রচার সম্পাদক দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিয়ার রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক আজাদ বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ‘সবার আগে’র জেলা প্রতিনিধি শেখ মনিরুল ইসলাম, কার্যকরি সদস্য দৈনিক সংবাদ সংযোগের জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, দৈনিক স্বাধীন ভোরের জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন, সাপ্তাহিক মুক্ত স্বাধীনের জেলা প্রতিনিধি মোঃ রুস্তম হাসান রিপন, দৈনিক মানবাধিকার প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ ওয়াইজ ক্রোণী, দৈনিক সাতক্ষীরার কণ্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম ও দৈনিক অনির্বাণের ভ্রাম্যমান প্রতিনিধি শাহানারা খাতুন রিনা প্রমুখ।