অনলাইনকালিগঞ্জরাজনীতি

কালিগঞ্জে বিএনপি মতবিনিময় সভায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জেলা নেতৃবৃন্দের

এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ১২ ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সাবেক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

তিনি বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করি। তাই দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং দলের আদর্শ ও নীতির বাইরে কিছু করা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও ড. মনিরুজ্জামান মনি।

এ সময় কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নুরুজ্জামান, সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, জাতীয়তাবাদী কৃষকদলের নেতা এডভোকেট আব্দুস সালাম, জাতীয়তাবাদী ওলামা দলের জেলা আহ্বায়ক প্রভাষক শেখ খারুজ্জামান রঞ্জু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলাউদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্যাহ বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহমেদ, মধুরেশপুর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক আব্দুস সামাদ, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক, এনামুল হক এনাম, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল গফুর, নলতা ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক রফিকুল ইসলাম খোকন, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজাউল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হাফিজুর রহমান বাবু, সাবেক সদস্য সচিব কাজী হুমায়ুন কবির ডাবলু, রতনপুর ইউনিয়ন বিএনপির রফিকুল ইসলাম বাবু, মৌতলা ইউনিয়ন বিএনপির হাবিবুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আলহাজ্ব সিরাজুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির তারিকুল হাসান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক আল মাহমুদ ছোট্রু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *