অনলাইনকালিগঞ্জশিক্ষাঙ্গন

কালিগঞ্জের ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সমাজসেবক এসএএম আশিক

এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক এস.এ.এম. আশিক।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর বিধান ৬৪ এর উপবিধান (১) অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আজীবন দাতাসদস্য এসএএম আশিককে অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করে এ কমিটি অনুমোদন করেন।

১৬ মার্চ প্রেরিত ওই পত্রে অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল আলম (শিক্ষক প্রতিনিধি), সৈয়দ আসলাম আলী (অভিভাবক প্রতিনিধি) এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হান সিদ্দিকী (সদস্যসচিব)। অ্যাডহক কমিটি আগামী ৬মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, এসএমএ আশিক বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠন ‘আলোর পথিক ফাউন্ডেশন’ এর সভাপতি ও রংধনু কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নানামূখী সমাজসেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। ইতোমধ্যে তিনি নিজস্ব অর্থায়নে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে পানির প্লান্ট স্থাপনের পাশাপাশি বিদ্যালয়ের জন্য কম্পিউটার, জেনারেটর, ল্যাপটপ, ফটোস্ট্যাট মেশিন, ছাত্র ও ছাত্রীদের সাইকেল গ্যারেজ নির্মাণ, বিদ্যালয়ের বিভিন্ন ভবণে জানালার গ্রীল তৈরী, শিক্ষার্থীদের জন্য ওজু ও নামাজের জায়গা নির্মাণ করে দিয়েছেন।

এছাড়াও তিনি শিক্ষার্থীদের শিক্ষা সফরের অনুদান, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ প্রদান করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আস্থাভাজন ব্যক্তিতে পরিণত হয়েছে। এসএএম আশিক ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় আলোর পথিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *