কলারোয়াসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা সীমান্তে রুপার গহনা ও মাদকসহ ভারতীয় মালামাল জব্দ

নাজমুল আলম মুন্না: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় রুপার গহনা, অনাগ্রা ট্যাবলেট (মাদক) এবং ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৬ মার্চ রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৭২ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় অন্যাগ্রা ট্যাবলেট, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ফলমোড় নামক স্থান হতে ৭৮০ গ্রাম ওজনের ১ লক্ষ ৪১ হাজার ১৮০ টাকা মূল্যের ভারতীয় রুপার গয়না ও দাসপাড়া নামক স্থান হতে ২৯ হাজার ৪৭০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, জিরা, কাজুবাদাম ও প্রসাধনী সামগ্রী, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন মিরগীডাঙ্গা নামক স্থান হতে ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন চৌরঙ্গী নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থান হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩ লক্ষ তিপ্পান্ন হাজার ৪শ টাকা। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমাসহ উদ্ধারকৃত ভারতীয় রূপার গহনা বাংলাদেশ জুয়েলার্স সমিতি, সাতক্ষীরা হতে প্রকৃত ওজন ও মূল্য নিরুপন করতঃ কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীণ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *