সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক
গাজী হাবিব: বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। রবিবার সদর উপজেলার বৈকারীর বলদঘাটা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সে ভারতীতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ সিটির ৯৯৯ ধানীনিমরা চন্দ তালেব এনএচাওড়া এলাকার শেখ খলিলের ছেলে শেখ এজাজ (৩৬)।
বৈকারী বিওপিরহাবিলদার মোঃ সাহাবুবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকষ টহল দল বলদঘাটা নামক স্থানে অবস্থান গ্রহণ করেন। এ সময় তারা ভারতীয় নাগরিক এজাজকে আটক করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভারতীয় নাগরিক এজাজ জানান, ১৫ বছর আগে খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাড়া এলাকার নূর মোহাম্মদ এর কন্যা মায়া বেগম (৩৫) এর সাথে ভারতে থাকা অবস্থায় বিবাহ হয়। পরবর্তীতে তারা বাংলাদেশে এসে দীর্ঘ ৪বছর যাবত খুলনার দৌলতপুরে বসবাস করছেন। ভারতীয় নাগরিক এজাজ সেখানে ইজিবাইক চালাতেন বলে জানায়।
এঘটনায় আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে।