তালায় সাংবাদিক কর্মশালা ও ইফতার মাহফিল
ভ্রাম্যমান প্রতিনিধি, তালা: তালায় সাংবাদিক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকাল ৩ টায় তালা উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের আয়োজনে ইসলামকাটি হাইস্কুলে এ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মিডিয়া বিভাগের সেক্রেটারী নাজমুল হক খানের সঞ্চালনায় ও সভাপতি ইয়াছিন আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েব আমীর ডাক্তার মাহমুদুল হক, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা: আফতাব উদ্দিন। ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কাজী সুজায়েত আলী দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, এড. আবু তালেব, সাবেক চালা উপজেলা জামাতের সেক্রেটারি আফতাব উদ্দিন এবং তালা উপজেলা জামাতের আমির মাওলানা মফিদুল হক সহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।