কেরালকাতা ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটি গঠন
মেহেদী সোহাগ, কলারোয়া: কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন তাঁতীদলের ১৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৬ ই মার্চ) সন্ধ্যায় কেরালকাতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন চারা বটতলা বিএনপির শাখা কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিল অনুষ্ঠান শেষে তাতীদলের কলারোয়া উপজেলা শাখার আহবায়ক আবদুল জলিল, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক আহসান হাবিব খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন করা হয়।
কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবগঠিত তাতীদলের আহবায়ক কমিটি ঘোষণা করেন কলারোয়া উপজেলা তাতীদলের আহবায়ক আবদুল জলিল।
এসময় উপস্থিত থেকে নবগঠিত আহবায়ক কমিটির উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত কেরালকাতা ইউনিয়ন তাতীদলের আহবায়ক শাহজাহান কবির, কেরালকাতা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, কলারোয়া উপজেলা তাতীদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, কলারোয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি তোফাজ্জেল হোসেন সন্টু, কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিপন। সদ্যঘোষিত তাতীদলের আহবায়ক কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন শাহাজান কবির,সদস্য সচিব ইউনুচ আলী, যুগ্ম আহবায়ক ইমাদুল হক, সদস্যের মধ্যে রয়েছেন তাহাজ্জত আলী ওমর আলী ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ নূর ইসলাম ডাক্তার মিজানুর রহমান দাঊদ আলী কদম আলী সাত্তার শওকত আলী বসির উদ্দিন কবিরুল ইসলাম। কেরালকাতা ইউনিয়ন তাতীদলের আহবায়ক কমিটি ঘোষনার পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়