অপরাধইতিহাস ঐতিহ্যকয়রাখুলনাজাতীয়

কয়রার আংটিহারা থেকে ১৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

স্টাফ রিপোর্টার: খুলনা জেলার কয়রা থানাধীন আংটিহারা নৌ পুলিশ ফাড়ি সংলগ্ন গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ি ও খাসিটানা ফরেস্ট বন টহল ফাঁড়ি এবং কোস্টগার্ডের যৌথ অভিযানে খাসিটানা গ্রাম থেকে এ মাংস উদ্ধারকরা হয়।

আংটিহারা নৌ পুলিশ ফাড়ি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আংটিহারা নৌ পুলিশ ফাড়ির টুআইসি এসআই আব্দুস সবুর সঙ্গীয় কনস্টেবল শেখ হারুন অর রশিদকে সাথে নিয়ে এ মাংস উদ্ধারে গেলে স্থানটি অধিক ক্রিটিক্যাল হওয়ায় তারা কোস্টগার্ড পশ্চিম জোনকে অবহিত করে। পরে আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ি ও বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন বিজিসি স্টেশান কয়রার যৌথ অভিযানে এ মাংস উদ্ধার করে।

পরবর্তিতে এ মাংস ধ্বংস করার নিমিত্তে কয়রার খাসিটানা ফরেস্ট বন টহল ফাঁড়ির ইনচার্জকে অবহিত করে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *