আশাশুনি

আশাশুনিতে আদর্শ শিক্ষক পরিষদের আলোচনা সভা ও ইফতার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৬ মার্চ) সকাল ১০টায় আশাশুনি মহিলা কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ আশাশুনি উপজেলা শাখা এ সভার আয়োজন করে।

সংগঠনের উপজেলা সভাপতি মাওঃ আব্দুল বারী’র সভাপতিত্বে ও প্রভাষক শাহজাহান আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও খুলনা অঞ্চল টিম সদস্য আলহাজ্ব হাফেজ মুহাদ্দিস মাওঃ রবিউল বাশার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা বিভাগের সভাপতি আব্দুল জলিল,আশাশুনি সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর,জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষক ফেডারেশনের সভাপতি ও সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া,জেলা সহ-সভাপতি শিক্ষক আরিফ বিল্লাহ, জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান,প্রভাষক রবিউল ইসলাম,শিক্ষক আসিফ ইকবল,আব্দল কাদের প্রমুখ।সভায় বক্তারা রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিস্তারিত আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *