সাতক্ষীরায় যুব নেতৃত্বাধীন পরিবেশবান্ধব সবুজ উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ
সাতক্ষীরায় যুব-নেতৃত্বাধীন পরিবেশবান্ধব সবুজ উদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ উদ্বোধন করে স্বাগত বক্তব্য দেন সিডো সংস্থার এফোরটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান।
প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ২ দিন চলবে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য উপস্থিত যুব সদস্যবৃন্দের মধ্যে সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। অর্গানিক ও প্রাকৃতিক পন্য উৎপাদন করা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করা, সচেতনতা বৃদ্ধি ও যুবদের মধ্যে সবুজ ব্যবসা গ্রহণ সম্পর্কে জ্ঞান প্রদান ও উৎসাহিত করা, পাশাপাশি মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা।
প্রশিক্ষণে উদ্যোক্তা ব্যবসা কি, বর্তমানে কেন সবুজ উদ্যোক্তা হওয়া প্রয়োজন, জলবায়ুর ন্যায় বিচারের সাথে সবুজ উদ্যোক্তার সংযোগ, সবুজ ব্যবসার ক্ষেত্র চিহ্নিতকরণ, যুবদেরকে সবুজ উদ্যোক্তা হিসেবে সম্পৃক্তকরণ, ব্যবসার পরিবেশ, তাছাড়া সবুজ ব্যবসায় যুবক ও যুবতীদের সম্পৃক্ততা কেন গুরুত্বপূর্ন, সবুজ উদ্যোক্তার বৈশিষ্ট, সবুজ ব্যবসার কৌশল ও বিপনন পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়। যাহার মাধ্যমে যুবরা প্র্যাকটিকাল এবং কর্ম-পরিকল্পনা গ্রহন করে একজন সফল উদ্যোক্তা হতে উদ্ধুদ্ধ অনুপ্রানিত হবে।
২দিন ব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুব-নেতৃত্বাধীন পরিবেশবান্ধব সবুজ উদ্যোগ বিষয়ে সবুজ ব্যবসা গ্রহন করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে পরিবেশবান্ধব সবুজ উদ্যোগ গ্রহন করা সম্ভব। প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন সাকিব হোসেন, নুরজাহান খাতুন, রিপন হোসেন, প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শাহানাজ পারভীন ম। উপস্থিত ছিলেন ইন্সেপিরিটর, সুপ্তি দাশ চৈতি, প্রোগ্রাম অফিসার, চন্দ্র শেখর হালদার, ফাইনান্স অফিসার, চন্দন কুমার বৈদ্য, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর ইয়াছিন আরাফাত ও লিপি চৌধুরী প্রমুখ।