তালা

বসত ভিটা পুনরুদ্ধারের দাবিতে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

‎বিশেষ প্রতিনিধি, তালা: ‎বসত ভিটা পুনরুদ্ধারের দাবিতে তালা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। শনিবার ( ১৬ মার্চ) দুপুরে তালা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য পাঠ করেন,তালা উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত‍্যু জলিল মোড়লের স্ত্রী রোকেয়া বেগম।

‎লিখিত বক্তব‍্যে রোকেয়া বলেন, স্বামী জলিল মোড়ল জীবিত থাকা কালিন ছেলে মিন্টু মোড়ল মরনব‍্যধি গ‍্যাংগ্রিন রোগে আক্রান্ত হয়। ছেলের চিকিৎসার জন‍্য আমার স্বামী একই গ্রামের প্রতিবেশি মোসলেম মোড়লের কাছ থেকে লাভ দিয়ে ৫০( হাজার) টাকা গ্রহণ করে। সেই টাকার ২০ হাজার টাকা লাভ দিই। পরে আমার স্বামী মারা যায়। স্বামী মারা গেলে পুনরায় ২০ হাজার টাকা আবারও গ্রহন করি। মোট ৭০ হাজার টাকার দরুন মাঠের ৪ কাঠা, বাগানে ২ শতক ও পুকুরের অংশ ভোগদখল করে আসছে। ইতোপূর্বে আমার স্বামীর এবং আমার দুজনের মিলে ৭০ হাজার টাকা ঋনের ভুল ব‍্যাখ‍্যা দিয়ে আমার দুই মেয়ের নিকট থেকে গত দুই বছর আগে ১০কাঠা জমি রেজিষ্ট্রী করিয়া নেয় প্রতিবেশি মোসলেম মোড়ল।

‎লিখিত বক্তব্যে রোকেয়া আরো বলেন, আমার সব কিছু হাতিয়ে নিয়েও ক্ষন্ত হয়নি মোসলেম মোড়ল। বতর্মানে আমার স্বামী না থাকায় আমার শেষ সম্বল ভিটা বাড়িও জবর দখলের পায়তারা করছে মোসলেম ও তার দুই ছেলে মোস্তফা ও রাজু মোড়ল। এই মোসলেম এলাকার কুচক্রী মহলের হোতা নুর ইসলামের সহযোগিতায় আমাদের উপর অত‍্যাচার চালাচ্ছে। মিথ‍্যা মামলা দিয়ে হয়রানি করছে।এই নুর ইসলামের অত‍্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। এসময় এসকল অত‍্যাচারী মানুষদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন রোকেয়া বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *