বল্লীতে মহিলা কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী বল্লী ইউনিয়ন শাখার উদ্যোগে মহিলা কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ই মার্চ) সকাল ১০টায় আমতলা খানজাহান আলী আলিম মাদ্রাসা প্রাঙ্গনে সদর জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও ইউনিয়ন জামায়াতের সম্মানিত কেয়ারটেকার মাওলানা গোলাম রসুল’র সভাপতিত্বে এ সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সম্মানিত সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদ হাসান, ওলামা বিভাগের ইউনিয়ন সভাপতি মাওলানা ইউনুস আল আনছারী সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলগণ।
উক্ত কর্মী সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বল্লী ইউনিয়ন শাখার সম্মানিত আমীর মিজানুর রহমান।