কালিগঞ্জ

কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মেলন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠার ৯০ তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (১৫ মার্চ) দিনব্যাপী কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘শত বর্ষের অভিমুখী আহ্ছানিয়া মিশন” প্রতিপাদ্যে এই সম্মেলনে আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা দেশ ও বিদেশের শতাধিক শাখা মিশনের প্রতিনিধিবৃন্দ আহ্ছানিয়া মিশন অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মিশন সংশ্লিষ্ট বিভিন্ন সুধীজনসহ বিভিন্ন পর্যায়ের প্রায় হাজারের ও অধিক ভক্ত মুসল্লিরা উপস্থিত ছিলেন।

খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউটের পরিচালক মনিরুল ইসলামের পরিচালনায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আফতাবুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন করেন মিশন প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর দরবার শরীফের খাদেম মৌলভি আব্দুর রাজ্জাক। সম্মেলনের উদ্বোধনী পর্বে আহ্ছানিয়া মিশনের দীর্ঘ ৯০ বছরের প্রাপ্তি ও প্রত্যাশা বিশ্লেষণ আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মিশনের যুগ্ন-সম্পাদক ডা. নজরুল ইসলাম এবং আলহাজ্ব চৌধুরী মোঃ আমজাদ হোসেন।

এ সময় শতবর্ষের অভিমুখে আহছানিয়া মিশন শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন খানবাহাদুর আহ্ছানউল্লা ইন্সটিটিউটের মহাপরিচালক এ ,এফ, এম এনামুল হক। সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মিশনের সাধারণ সম্পাদক ড. কাজী আলী আজম। এছাড়াও বক্তব্য রাখেন, প্রাক্তন প্রধান শিক্ষক ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কোষাধ্যক্ষ মোঃ ইউনুস, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল ফজল প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলার ১৮৫ টি শাখা মিশন ও ভারত, কানাডা, আমেরিকা যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ১৫ টি মিশন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের নেতৃত্বে স্রষ্টার এবাদাত ও সৃষ্টের সেবায় নানা কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে। এ সময় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী শাখা মিশন ও অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের নিয়ে দলভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রতিটি গ্রুপে ফ্যাসিলেটদের নেতৃত্বে শাখা মিশন সমূহের বিগত বছর গুলোর কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রস্তাব প্রণীত হয়। এসব প্রস্তাবনার ভিত্তিতে অনুষ্ঠান শেষে সম্মেলনের ঘোষণা পত্র পাঠ করেন মিশনের সাধারণ সম্পাদক ড. কাজী আলী আজম।

সম্মেলনের দিনব্যাপী দেশ-বিদেশের বিভিন্ন শাখা মিশনের কার্যক্রমের সচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নলতা শরীফে দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী ইফতারির মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *