সাতক্ষীরার প্রবীণ আবাসন কেন্দ্রের বৃদ্ধ ও অসহায় মানুষদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার
গাজী হাবিব: সাতক্ষীরার প্রবীণ আবাসন কেন্দ্র’ বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ ও অসহায় মানুষদের সাথে ইফতার করলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বুধবার (১২ মার্চ) ইফতারের আগে সাতক্ষীরার মেহেদীবাগে অবস্থিত প্রবীণ আবাসন কেন্দ্রে তিনি ইফতার করেন।
এর আগে পুলিশ সুপার প্রবীণ আবাসন কেন্দ্রে উপস্থিত হয়ে সেখানে থাকা অসহায় বৃদ্ধ মানুষের খোজ খবর নেন। তাদের কথা শোনেন।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন, বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ ও অসহায় মানুষদের সাথে ইফতার করা তাদের একাকীত্ব এবং কষ্ট লাঘব করার একটি সুন্দর উপায় হতে পারে। তারা অনেক সময় পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন এবং সমাজ থেকে অবহেলিত। তাই তাদের সাথে কিছু সময় কাটানো বা ইফতার করার মাধ্যমে ভালোবাসার অনুভূতি জাগ্রত হয়। অসহায় মানুষের কষ্ট লাঘবে আমরা এগিয়ে আসলে সমাজের এই মানুষগুলো মনোবল ফিরে পায় এবং এটা ইতিবাচক দিক।
এসময় প্রবীণ আবাসন কেন্দ্রে থাকা অসহায় বৃদ্ধ মানুষেরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।