পাটকেলঘাটায় ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার মিঠাবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ৮ বছরের এক কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী একজন বৃদ্ধ’র বিরুদ্ধে।
সরেজমিন জানা যায়, বুধবার (১২ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে হাজী ইয়াছিন মাষ্টার একই গ্রামের পাশের বাড়ি আতাউর রহমানের মেয়ে বাড়িতে অবস্থানরত ঐ শিশু কন্যার ঘরের ভিতরে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা চালায়।
শারিরিকভাবে দুর্বল অবস্থায় থাকা শিশুটির প্রতি লোভ এবং নিষ্ঠুরতার ছাপ ছিল স্পষ্ট। অভিযোগ অনুযায়ী, সেই সময় লম্পট শিশুটিকে দশ টাকা দিয়ে খাবারের প্রলোভনে শিশুটির ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা করেন। ঘটনাটি ধরা পড়তে, শিশুটির বড় চাচী অবিলম্বে বিষয়টি উপলব্ধি করে ঘরের ভিতরে উঠে আসেন, যার ফলে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ পালিয়ে যান।
এলাকার অভিভাবকরা এ ধরনের ন্যাক্কারজনক কার্যক্রম প্রতিরোধে জোরালো দাবি জানান। তারা বলেন, ঘটনাটি এমন সময়ে ঘটে যখন সারা দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বর্তমানে, নারী-শিশুদের নিরাপত্তা এবং ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের প্রভাব এ ঘটনাটিকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
সংবাদ পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়- তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে, অনুপস্থিত থাকায় এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যদের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।