ধর্ষণকান্ড: শাস্তির দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
স্টাফ রিপোর্টার: ধর্ষণের দ্রুততম বিচার ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখা।
বুধবার সাতক্ষীরা শহরের নবারুন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হন।
ইসলামী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক ডা. কাজী ওয়েজ কুরণী, সেক্রেটারি মাও. মোঃ মুবাশশীরুল ইসলাম তকী, সাংগঠনিক সম্পাদক মাও. মুফতি জাফর আহমেদ, ছাত্র- যুব বিষয়ক সম্পাদক মাও. ফজর আলী, ইসলামী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা জেলা শাখার সহ-সভাপতি আশিক রহমান, সাধারণ সম্পাদক গাজী আব্দুল মুকিত, প্রশিক্ষণ সম্পাদক এস এম জাহিদ হাসান, ইসলামী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ফাহমিদ আলম, শহর শাখার সভাপতি মোরসালিন বিল্লাহ।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী এবং এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম আলামিন।