অনলাইনকলারোয়া

কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন তাঁতীদলের ১২ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন

মেহেদী সোহাগ, কলারোয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কলারোয়া উপজেলা শাখার দেয়াড়া ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ নম্বর দেয়াড়া ইউনিয়ন শাখার আহবায়ক নির্বাচিত হয়েছেন মোহাম্মাদ আরিজুল হক ও কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মফিজুল ইসলাম ।

বুধবার বিকাল ৪ টার সময় উপজেলার খোরদো বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেয়াড়া ইউনিয়ন শাখা কার্যালয়ে নবনির্বাচিত আহবায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ আরিজুল হক এর সভাপতিত্বে এই কমিটি অনুমোদন ও ঘোষণা করেন কলারোয়া উপজেলা তাতীদলের আহবায়ক আবদুল জলিল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা তাতীদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক আহাসান হাবিব খান।আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।

এ ছাড়া কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আতিয়ার রহমান দালাল, ৩ নং ওয়ার্ড, কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিরুল ইসলাম , ৩ নম্বর ওয়ার্ড, মোহাম্মদ আমিনুর রহমান দালাল, ৮ নম্বর ওয়ার্ড, মোহাম্মদ ইউছোপ খান, ৬ নম্বর ওয়ার্ড, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ২ নম্বর ওয়ার্ড, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরদার, ১ নম্বর ওয়ার্ড, মোহাম্মদ হুমায়ুন কবির, ৪ নম্বর ওয়ার্ড, মোহাম্মাদ আবদুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড, মোহাম্মদ আলমগীর হোসেন, ৯ নম্বর ওয়ার্ড, নয়ন হোসেন, ৭ নম্বর ওয়ার্ড, শওকত, ৪ নম্বর ওয়ার্ড।

উপজেলা আহ্বায়ক আবদুল জলিল বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী শাসনামলে আমরা কোন কর্মসূচি পালন করতে পারিনি। যখনই কর্মসূচি গ্রহণ করেছি তখনই সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর রোসানলে পড়তে হয়েছে। বিএনপি করার কারণে আওয়ামী লীগের কর্মীরাও অনেক অত্যাচার নির্যাতন করেছে।

উল্লেখ্য, ওয়ার্ড কমিটি গঠন কল্পে সংশ্লিষ্ট ওয়ার্ডে গমন করে প্রতিনিধি সভার মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। উক্ত দেয়াড়া ইউনিয়ন আহবায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিল সম্পন্ন করতে হবে। অন্যথায় এই কমিটির কোন কার্যকারিতা থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *