আশাশুনি

আশাশুনিতে সড়কের ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী

নাজমুল আলম মুন্না: সড়কের ধুলাবালি ও বায়ু দূষণে অতিষ্ঠ হয়ে উঠেছে আশাশুনি উপজেলার কুল্লা ইউনিয়ন ও পাইকগাছার বাকা ইউনিয়নের লক্ষ লক্ষ পথচারি, শিক্ষার্থী, দোকানদার ও এলাকার বাসিন্দারা।

সরেজমিনে দেখা গেছে আশাশুনি উপজেলার কুল্লার মোড় টু পাইকগাছা বাকা রাস্তা সংস্কারের অবস্থা খুবই নাজুক। মাসুম নামের একজন দোকানদার, কাদাকাটি এলাকার একজন মুরব্বি মোজাম্মেলসহ আরার কাদাকাটি গ্রামের শিরিনা খাতুন আজমিরা খাতুনসহ এলাকাবাসী অভিযোগ করে বলেন ঠিকাদার সড়কের কাজটি পাওয়ার পর যতসামান্য কাজ করে অজ্ঞাত কারনে প্রায় দুই বছরের অধিক সময় ধরে সড়কের নির্মানকাজ বন্ধ রেখেছে। সেকারনে বর্তমানে সড়কে প্রচুর ধুলাবালি ও ইটের গুড়ায় ভরপুর থাকার ফলে এখান থেকে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীসহ চলাচলরত লক্ষাধিক মানুষ বায়ুদুষনের কবলে পড়লেও ঠিকাদারি প্রতিষ্ঠান এই রাস্তার কোন কাজেই হাত দিচ্ছেনা।

তারা বলেন এই রাস্তা দিয়ে দিনে ছোট বড় প্রচুর গাড়ী চলাচল করে আর সে কারনে আমাদের প্রতিদিনই ধুলায় একাকার হয়ে যেতে হচ্ছে। রাস্তার পাশে বাড়ী হওয়ায় আমরা খুবই অসুবিধায় আছি। দোকানপাট খোলা রাখা যাচ্ছে না বাড়ীঘর সব ধুলোবালিতে ভর্তি থাকে। রান্নাবান্না করে খাবার ঢেকে রাখলেও সেগুলো খাওয়ার অনুপযোগী হয়ে যাচ্ছে। কাপড়-চোপড় নিয়মিত পরিস্কার করলেও পরিস্কার হচ্ছেনা।

এছাড়া এলাকার সাধারণ মানুষের শ্বাসকস্টসহ পরিবেশের মারাত্মক ক্ষতি এবং নানান রোগে আক্রান্তের সম্মুখিন হতে হচ্ছে। উল্লেখ্য যে খুলনার মেসার্স এসআর ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সড়কের কাজ পায় অথচ অল্প কিছু কাজ করার পর তার কোন খোজ নেই। এ সড়কটি যাতে দ্রুত সংস্কার করা হয় সেজন্য সংশ্লিষ্ট মহলের দৃস্টি আকর্ষণ করেছেন ভূক্তভোগী এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *