মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির প্রশাসক অতি. সচিব আবু মাসুদ
সোহরাব সবুজ: সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রশাসক হিসেবে অতিরিক্ত সচিব আবু মাসুদকে নিয়োগ দেয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে গতকাল এই দায়িত্বে নিযুক্ত করেছেন।
অতিরিক্ত সচিব আবু মাসুদ সাতক্ষীরার কৃতি সন্তান, নলতা হাই স্কুলের প্রাক্তন ছাত্র সোসাইটি, ঢাকার সভাপতি এবং সাতক্ষীরা জেলা সমিতির উপদেষ্টা। তিনি এই দায়িত্ব পাওয়ায় সাতক্ষীরা জেলা সমিতির পক্ষ থেকে এবং জেলাবাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
তিনি ইতিপূর্বে অনেকগুলো অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে থেকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। এর পাশাপাশি তিনি একজন বন্ধুসুলভ ব্যক্তিত্ব এবং সমাজ সেবায়ও অতিরিক্ত সচিব আবু মাসুদের অবদান অপরিসীম বলে জানা যায়।