পাটকেলঘাটায় ধ*র্ষ*ণ*বি*রো*ধী বি*ক্ষো*ভ মিছিল
শাহিন বিশ্বাস, পাটকেলঘাটা: পাটকেলঘাটা বাজারে ধর্ষণবিরোধী প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) দুপুর ১টায় মিছিল টি পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড় থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাঁচ রাস্তা মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই”, “অবিলম্বে নারীদের নিরাপত্তা নিশ্চিত করো ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রিজভী আহমেদ, ছাত্রদলের সদস্য সচিব আবির হোসেন, পাটকেলঘাটা হারুনর রশিদ কলেজ ছাত্রদলের সেক্রেটারি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের রুবেল হোসেন।
বক্তারা নারীদের প্রতি সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তারা ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমে আসেl