ধর্ষণের শা*স্তি মৃ*ত্যু*দন্ড’র দাবিতে তালায় বি*ক্ষো*ভ, মানববন্ধন
ভ্রাম্যমান প্রতিনিধি, তালা: তালায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে সাধারণ ছাত্র-জনতা।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১ টায় তালা পুরাতন বি.দে হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে তুমি “কে আমি কে আছিয়া আছিয়া”, “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই”, “দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে”, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে” শ্লোগানা তোলেন।
তালা ডাক বাংলোর সামনে মানব বন্ধনে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, আল-জাবানুল বান্না ইসলাম, মোঃ রিপন ইসলাম, মোঃ সোহাগ হোসেন, রবিউল ইসলাম, মোঃ সাকিব মির্জা ও ফাইমা হোসেন ফুল প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ধর্ষণের বিচার কার্য বিলম্বিত হওয়ার কারণে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। বিচার না হওয়া পর্যন্ত ধর্ষকদের আটক রাখা ও ৯০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্নের জন্য আইন তৈরীর এই দাবি জানায় তারা।