কালিগঞ্জরাজনীতি

কালিগঞ্জের বিষ্ণুপুরে বিএনপি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল

এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) বিকেলে মকুন্দমধুসুধরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহছান উল্লাহ তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার-৪ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।

উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক শেখ নুরুজ্জামান, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্লাহ বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম আহমেদ, সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, জেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক তাজুল হাসান সাদ, উপজেলা জাসাস এর আহ্বায়ক জি এম মুরশীদ আলী, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক শরীফ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌমুহনী দারুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদের হেলালী।

ইফতার মাহফিলে উপজেলার ১২ ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *