অনলাইনসদরসাতক্ষীরা জেলা

লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র উদ্যোগে সাতক্ষীরায় ইফতার সামগ্রী বিতরণ

গাজী হাবিব: লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র উদ্যোগে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলের দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের প্রাণনাথ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ’র পক্ষ থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অতিথি হিসেবে সাতক্ষীরায় দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

এসময় তিনি বলেন, লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ প্রাণনাথ স্কুল এন্ড কলেজের একজন শিক্ষার্থী ছিলেন। তার মরহুম পিতাও একজন শিক্ষক ছিলেন। তিনি সাতক্ষীরাবাসীর কথা সব সময় ভাবেন। সেজন্য তিনি দেশের বাইরে থাকলেও পবিত্র রমজান মাসে জেলর বিভিন্ন উপজেলার দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের কথা ভেবে এ ইফতার সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছেন।”

এসময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্যুটিং ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রবিউল ইসলাম প্রমুখ।

লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র পক্ষ থেকে সাতক্ষীরা শহরের প্রাণনাথ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ১ হাজার দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া জেলার সাত উপজেলার সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হবে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল (পরিবার প্রতি) ২ কেজি চিনি, ২ কেজি চিড়া, ২ কেজি মুড়ি ও দেড় কেজি ছোলা। এসময় লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র পক্ষ থেকে সদর উপজেলার বৈকারীতে অবস্থিত খলিলনগর মাদ্রাসা মাঠে সাড়ে ১২ টার দিকে স্থানীয় গ্রামবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররাফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, বৈকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ হাসান, বৈকারী ইউনিয়ন আমির মো. জালাল উদ্দিন, ঘোনা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *