ধর্ষনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের মানববন্ধন
স্টাফ রিপোর্টার: সারাদেশ ব্যাপী নারী ও শিশুকন্যাদের বিরুদ্ধে নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারবিহীনতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজের সামনে সাতক্ষীরা- যশোর প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলনেতা এসএম হেদায়েত কবীর (হৃদয়) এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকেএম আবু রায়হান।
এসময় তিনি বলেন,
দেশে যেন ধর্ষনের মহোৎসব চলছে। আইন কার্যকর না থাকায় এ জঘন্য ঘটনা ঘটেই চলেছে। ধর্ষকদের শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যা দেখে আর কেউ ধর্ষনকান্ডে লিপ্ত না হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শেখ ফারহান মাসুক, মো: রাজ বাবু, আজমল হোসেন (সিয়াম), আলিফ, তৈবুর রহমান, ফাহিম ফয়সাল, মো:আরাফাত হোসেন, মো: রিপন, মো:মাহমুদুল হোসেন, কাজী মারুফ হোসেন(অনি) প্রমুখ।
মানববন্ধনে ছাত্রনেতারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বলেন, চলমান পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটিয়ে দেশে সম্প্রতি ঘটে যাওয়া শিশুসহ সকল নির্যাতীত শিশু ও নারী লাঞ্ছনা, ধর্ষণের দ্রুত বিচার ও শাস্তি কার্যকর করতে হবে।