আশাশুনিশিক্ষাঙ্গন

আশাশুনির ফকরাবাদ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সভা

আশাশুনি ব্যুরো: আশাশুনির ফকরাবাদ জেলপাতুয়া, বুড়িয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) স্কুলের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী জি.এম আল ফারুক।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব সনাতন বৈরাগীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য কাত্তির্ক চন্দ্র ব্যানার্জী প্রমুখ।

সভায় শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য গত ২৪ ফেব্রুয়ারী’২০২৫ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল, খুলনার উপ—পরিচালক কামরুজ্জামান স্বাক্ষরিত ৩৭.০২.৪৭০০.০০০.০১.০০১.০১.১৭.৩০১১নং স্মারকে আগামী ৬ মাসের জন্য এ এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *