আশাশুনিতে প্রতারক আটক, পুলিশে সোপর্দ
নাজমুল আলম মুন্না: আশাশুনিতে এক প্রতারক আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুদ্ধ জনতা। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ মার্চ) আশাশুনির কাঁচা বাজারের বাপ্পি স্টোরে। সূত্র জানায় অভিযুক্ত বিপ্লব রায় উপজেলার বড়দল ইউনিয়নের গোলডাঙ্গা বাজার এলাকার কিনা রায়ের ছেলে।
সে দোকানের মালামাল নিবে বলে দোকানদারকে একটা চালান করতে বলে কিছু মালামাল নেয় পাশাপাশি দোকানের টাকা পরিশোধ না করে উল্টো দোকানদারের কাছ থেকে ৩০০ টাকা চেয়ে নিয়ে ভ্যান ভাড়া মিটিয়ে দিয়ে আসতেছি বলে হাওয়া হয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরে জনগণ তাকে ধরে ফেলে ও গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে।
এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।