শ্যামনগর

ঈদ: শ্যামনগর থানা পুলিশের বিশেষ সতর্কতা

শ্যামনগর প্রতিনিধি: ঈদ ঘিরে শ্যামনগর থানা‌ পুলিশের বিশেষ সর্তকতা প্রদান করা হয়েছে। রবিবার (০৯ মার্চ) শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এ সতর্কবার্তা প্রদান করেন।

সতর্ক বার্তায় জানানো হয়েছে, প্রতারক চক্রের তৎপরতা দেখা যেতে পারে, ব্যাংক ও বিপনী বিতানে। ব্যাংক থেকে বড় অংকের টাকা উত্তোলনে সজাগ থাকুন, টাকা জাল কিংবা সহায়তার অজুহাতে প্রতারক যেন সুযোগ না নেয় সেদিকে খেয়াল রাখুন, সতর্কতা অবলম্বন করুন টাকা নিয়ে বাড়ি ফেরার ক্ষেত্রে। ৫০ হাজার কিংবা তদুর্ধ্ব টাকা তুলে গন্তব্যে পৌছানোর ঝুঁকি থাকলে পুলিশি সহায়তা নিন। এছাড়া অন্যের দেয়া খাবার গ্রহনে বিরত থাকুন, বাসাবাড়িতে একা থাকার সুযোগে অপরিচিত কারও প্রবেশ এড়িয়ে চলুন, খাবারে চেতনানাশক মিশানোর বিষয়ে সতর্ক থাকুন, হাট-বাজার ও বিপনী বিতানসমুহে মলম পার্টির বিষয়ে সজাগ হোন।

এছাড়া পুলিশি সহায়তায় যোগাযোগ করুন, অফিসার ইনচার্জ ০১৩২০১৪২২৮৩, ডিউটি অফিসার ০১৩২০১৪২২৮৮। মনে রাখবেন আপনার সতর্কতা, পরিবারের নিরাপত্তা, ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *