খেলাধূলাসদর

অসংক্রামক রোগ প্রতিরোধে সাতক্ষীরায় গাইডলাইন শীর্ষক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় অসংক্রামক রোগ প্রতিরোধে খেলাধুলা ও শরীর চর্চা বিষয় পৌর এলাকার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান (পাবলিক প্লেস) রক্ষণাবেক্ষণে গাইডলাইন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার সভাকক্ষে সেন্টার ফর ‘ল এ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স এর সহযোগিতায় ও বেসরকারি সংগঠন মৌমাছি এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচ্য বিষয়ে; বাংলাদেশে প্রতিবছর অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মৃত্যুবরণ করে, যা দেশের মোট মৃত্যুর ৬৭% এবং এর মধ্যে প্রায় ২২% অকাল মৃত্যু। ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, এবং ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হলে মানুষ দীর্ঘ মেয়াদে ভোগে, যা ব্যক্তিগত ও পারিবারিকভাবে শারীরিক মানসিক ও অর্থনৈতিক ক্ষতির কারণ হয়। এই সমস্যাগুলো মোকাবেলার জন্য স্বাস্থ্যসম্মত খাদ্যাভাস, নিয়মিত কায়িক পরিশ্রম, তামাক পণ্য ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরিবেশ দূষণ কমানোর মাধ্যমে অকাল মৃত্যু রোধ করা সম্ভব।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেন তালুকদার, পৌর সমাজ কর্মকর্তা মো. জিয়াউর রহমান, প্রভাষক ইদ্রিস আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।

বক্তারা অসংক্রামক রোগ প্রতিরোধে জেলার সকল পার্ক, পুকুর, লেক, খেলার মাঠ রক্ষণাবেক্ষণ, স্থানীয় সরকার বাজেটে বরাদ্দ রাখা, কায়িক পরিশ্রমের জন্য সাঁতার, সাইকেলিং ব্যবস্থা করা। এ বিষয়ে পুকুরে সাঁতার শেখার পরিবেশ করা, মহিলাদের জন্য হাঁটা ও সাঁতারের বিশেষ করা, খেলার মাঠ, পার্কে বৈদ্যুতিক ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার জোর সুপারিশ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *