সদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা

স্টাফ রিপোর্টার: অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও মহিলা সংস্থা সাতক্ষীরার সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সহকারি কমিশনার সাহেদ হোসেন, সহকারি কমিশনার আফরিন সিদ্দিকা ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।

অনুষ্ঠানে জয়িতা পুরস্কার প্রাপ্তরা তাদের অনুভূতি তুলে ধরে বক্তব্য রাখেন খুলনা বিভাগের শ্রেষ্ঠ জননী ও সফল অনন্যা নারী মমতাজ খাতুন মিরা, অর্থনৈতিক ভাবে সফল প্রিয়াঙ্কা বিশ্বাস, দৃষ্টি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভানেত্রী স্বপ্না পারভীন, নারীনেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডোর যুব সংগঠক গ্লোরিয়া শ্রেয়া সরদার, জাফর সিদ্দিকী, প্রতিবন্ধী আবুল কালাম আজাদ প্রমুখ।

এছাড়া নারী দিবসের অলোচনা সভায় জেলা প্রশাসনিক কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, মহিলা সংস্থার কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন সংগঠন সংস্থাসহ বিভিন্ন কাজে সফল নারীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *