তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
ভ্রাম্যমান প্রতিনিধি, তালা: তালায় “অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সহযেগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা।
শনিবার (৮ মার্চ) সকাল ১০ তালা শিল্পকলা একাডেমি মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক প্রভাস কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিস্ত্য সাহা, ইউমেন জব ক্রিয়েশন কর্মকর্তা কাজী বাবরালী, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম প্রমুখ। এরপর কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।