তালায় মুক্তি ফাউন্ডেশনের লার্নিং এন্ড শেয়ারিং কর্মশালা
ভ্রাম্যমান প্রতিনিধি, তালা: তালা উপজেলার নগরঘাটা, খলিশখালী ও খেশরা ইউনিয়নে জলবায়ু পরিবর্তনে জলাবদ্ধতা জনিত কারনে ক্ষতিগ্রস্থ ও প্রান্তিক ১ হাজার ১৫৭ পরিবারকে মুক্তি ফাউন্ডেশনের টুগেদার ২.০ কর্মসূচীর আওতায় সহযোগীতা প্রদান করা হয়েছে।
ক্ষতিগ্রস্থদের সহযোগীতা প্রদান পরবর্তীতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্টেকহোল্ডারদের অংশগ্রহনে তালায় লার্নিং এন্ড শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা মুক্তি ফাউন্ডেশনের হোইফা প্রকল্পের আয়োজনে এবং দাতা সংস্থা ম্যালটিজার ইন্টারন্যাশনাল’র সহযোগীতায় অনুষ্ঠিকত কর্মশালায় সভাপতিত্ব করেন, মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প কর্ম উপস্থাপন করেন, প্রকল্প সমন্বয়কারী জোসেফ মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেস. উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ, খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ^াস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে সিনিয়র সাংবাদিক এম. এ হাকিম, ইউপি সদস্য শীব প্রসাদ মন্ডল, সামছুল হুদা পল্টু ও মুক্তি ফাউন্ডেশনের কর্মকর্তা সুনন্দা ভদ্র প্রমুখ বক্তব্য রাখেন। সভায় প্রকল্প সুপার ভাইজার মো. সাজিদুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটেটর সাবানা খাতুন ও বাপী কুমার সিংহসহ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রকল্প বাস্তবায়ন পরবর্তী বর্তমান অবস্থা তুলে ধরা হয়।