তালায় ঋনের চাঁপে দরিদ্র ব্যক্তির আত্মহত্যা
ভ্রাম্যমান প্রতিনিধি, তালা: সংসারে দারিদ্রতা, তার উপর ঋনের বোঝা সইতে না পেরে তালার নাংলা গ্রামে পঙ্কজ দে নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তিনি উপজেলার নাংলা গ্রামের মৃত মাখনলাল দে’র একমাত্র ছেলে। বুধবার রাতে বাড়ির পাশের আমগাছের সাথে গলাই ফাঁস দিয়ে পঙ্কজ আত্মহত্যা করে।
জানাগেছে, সংসারে দারিদ্রতা এবং ঋণ পরিশোধ করতে না পেরে তিনি দীর্ঘদিন ধরে মানুষিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। বুধবার রাতে পঙ্কজ দে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুজতে থাকে। একপর্যায়ে বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে বাড়ির পাশের একটি আমগাছে পঙ্কজ দে’র ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকেরা। ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক পঙ্কজ দে’র মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, পঙ্কজ দে’র মৃত্যুর খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছেন। এঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।