তালায় উত্তরণ’র দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন
ভ্রাম্যমান প্রতিনিধি, তালা: বে-সরকারি সংস্থা উত্তরণের তালার জাতপুর ব্রাঞ্চে গ্রুপ লিডার ও সদস্যদের দুই দিনব্যাপী আইডব্লিউআরএম এর ফিল্ড ট্রেনিং বৃহস্পতিবার (৬ মার্চ) সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন অধ্যাপক হাসেম আলী ফকির, উত্তরণ কর্মকর্তা শেখ সেলিম আক্তার স্বপন, উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা ও তানিয়া সুলতানা, এফ এফ শতাব্দী বিশ্বাস, রিজিয়া খাতুন, মাছুম শেখ প্রমুখ। উক্ত প্রশিক্ষণে ৩২ জন সদস্য অংশগ্রহণ করেন।