ব্রহ্মরাজপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময়
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদবর্গের সাথে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ,সাতক্ষীরার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল হুদার সভাপতিত্বে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ওপর মুখ্য আলোচকের বক্তব্য রাখেন জেলা ভোক্তা-অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শেখ বাদশা ফয়সাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান,ক্যাব সদস্য এম.এম রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্সচিব শেখ আমিনুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ব্রহ্মরাজপুর বাজারের স্থানীয় পাইকারি ও খুচরা মুদি ব্যবসায়ী , মিষ্টি, মুরগি, ছাগল ও গরুর মাংস বিক্রেতা, ফল, তরকারি, চাল, কাপড়, কসমেটিক্স, দুধ ও ডিম ব্যবসায়ী প্রমূখ।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান।