ক্যাডেট কলেজ এবং এমসিএসকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: স্টার কিডস্ ক্যাডেট কলেজ এবং এম সিএসকে ২০২৫ ভর্তি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ই মার্চ) বিকেল ৫ টায় স্টার কিডস্ শিক্ষা মিলনায়তনে স্টার কিডস্ এর পরিচালক এটি এম আবু হাসান ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার এস এম জাকির হোসেন, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা, শ্যামনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ রিটু, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে এস্ট কিডসে্ কোচিং কৃত ১০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। এসময় ইফতার মাহফিলে কৃতি শিক্ষার্থীসহ সকলের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।