শ্যামনগরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সুন্দরবনে দু’টি নৌকাসহ ৪ জেলে আটক

স্টাফ রিপোর্টার: পশ্চিম সুন্দরবনের মাছ ধরা সরঞ্জাম ও দুইটি নৌকাসহ ৪ জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টহল টিম। গতকাল শুক্রবার বিকেলে সাতক্ষীরা রেঞ্জ এর পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা হতে তাদেরকে আটক করা হয়।

বন বিভাগের স্মার্ট পেট্রোল টহল টিমের টিম লিডার নির্মল কুমার (ফরেস্টার) বলেন, প্রতিদিনের মতো টহল দেওয়া কালে মাছ ধরা অবস্থায় তাদেরকে পুষ্পকাটি খাল এলাকা হতে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন- সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে আহমাদ আলী গাজী (৫০), সেন্টাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর হায়দার (৫৩), মৃতঃ মোন্তেজ আলী গাজীর ছেলে আতহার আলী (৪৫), দক্ষিণ কদমতলা গ্রামের মোঃ ইসমাইল গাজীর ছেলে আব্দুল করিম (৩৮)।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন দুইটা নৌকা ও মাছ ধরা সরঞ্জামসহ চার জেলেকে আটক করা হয়েছে। ধৃত আসামিদের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *