নুরুল ইসলামের পিতার মৃত্যুতে সাবেক এমপি হাবিবের শোক
বিশেষ প্রতিনিধি, তালা: তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও তালা বাজার বনিক সমিতির আহবায়ক সরদার নুরুল ইসলামের পিতা আলহাজ্ব সরদার কাশেমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা -১আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ।
শনিবার (১ মার্চ ) আসর বাদ উত্তর হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুখ হোসেন উপজেলা ছাত্র দলের সভাপতি হাফিজ যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান সাইদ যুবদলের উপজেলা সদস্য নুর ইসলাম বিশ্বাসসহ এলাকার সর্বস্তরের লোকজন জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করে। মোবাইল ফোনে ভার্চুয়ালি ওই শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি।
শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান রাব্বুল আল-আমিন যেন মরহুমের ভুলত্রুটি মার্জনা করে তাকে বেহেশত নসিব করেন এই প্রার্থনা করেন সাবেক এমপি হবিবুল ইসলাম হাবিব ।