ধর্মসদর

রামযানকে স্বাগত জানিয়ে আহলে হাদীছ আন্দোলনের শোভাযাত্রা

মাসুদ আলী: মাহে রমযানের পবিত্রতা রক্ষার দাবিতে ও রমযানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘ সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে আহলেহাদীছ আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন এর নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে আহলে হাদীছ আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলতাফ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আহলে হাদিস আন্দোলন সাতক্ষীরার সহ-সভাপতি ফজলু রহমান, জেলা সেক্রেটার মোফলেহুর রহমান, সাবেক জেলা সভাপতি উপাধ্যক্ষ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শহীদুজ্জামান ফারুক, প্রচার সম্পাদক আসাদুল্লাহ বিন মুসলিম, জেলা যুব সংঘের সভাপতি মাওলানা মুজাহিদুর রহমান, আহলে হাদিস আন্দোলন পেশাজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ডাঃ নাজমুস সাকিব ব্রাইট, জেলা সেক্রেটারি হোসাইন মাহমুদ, সোনামনির জেলা পরিচালক আব্দুল্লাহ জাহাঙ্গীর, যুববিভাগের সম্পাদক মাওলানা আল মামুন প্রমুখ।

এসময় বক্তারা বলেন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় সরকারকে দায়িত্বশীলের ভূমিকা রাখতে হবে। দ্রব্যমূল্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। এ সময় বক্তারা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আল্লাহর রাসূলকে নিয়ে কটুক্তি করা হচ্ছে। আমরা সরকারকে রাসূলের নামে কটুক্তিকারীদের বিরুদ্ধে শাস্তির জোর দাবি জানাচ্ছি। এছাড়া সকল মুসলমানদেরকে রমজানের পবিত্র রক্ষায় এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *