খুলনাপাইকগাছা

পাইকগাছায় সচিব মো. তৌহিদুর রহমানকে সংবর্ধনা

মোঃ খোরশেদ আলম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার কৃতিসন্তান সচিব মো. তৌহিদুর রহমান এর আগমন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, পাইকগাছা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা সীমান্তবর্তী কাশিমনগরে পৌঁছালে শুভাকাঙ্খীরা অভ্যর্থনা জানান।

পরবর্তীতে সরল বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম ও ওসি মো. সবজেল হোসেন উপস্থিত ছিলেন।

এরপর উপজেলা বিএনপি’র নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। এসময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকি, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, মেছের আলী সানা, সাবেক কাউন্সিলর এসএম ইমরান হোসেন, অ্যাড. সাইফুদ্দিন সুমন, হুরায়রা বাদশা, দিপংকর সরদার, রুস্তম, জামিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ও উপজেলা জামায়াতের পক্ষে সংবর্ধনা দেওয়ার সময় জেলা নায়েবে আমীর মাও. গোলাম সারোয়ার, জেলা টিম সদস্য কাজী তামজীদ আলম, হাফেজ নূরে আলম সিদ্দিকী, পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, মাও. আব্দুল হালিম, মোর্তজা জামান আলমগীর রুলু প্রমুখ।

পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, নজরুল ইসলাম, এসএম বাবুল আক্তার, আলাউদ্দীন রাজা, পূর্ণ চন্দ্র মন্ডল, মোঃ খোরশেদ আলম। বাসমালিক সমিতির জেলা সহ সভাপতি অমারেশ মন্ডল, মুনছুর মোল্লা, সুরঞ্জন চক্রবর্তী, ইলিয়াস হোসেন, হাসান, হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *