খেলাধূলাসদরসাতক্ষীরা জেলা

জেলা প্রশাসক টি-২০ ক্রিকেটের ফাইনালে তুফান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর জাকজমকপূর্ণ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে ফাইনাল খেলা পুরস্কার ও বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, তৈয়েব হাসান বাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্কার এ্যাডহক কমিটির সদস্য মো. জিল্লুর রহমান, মোহিনী তাবাসসুম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ম আখতারুজ্জামান মুকুল, সাবেক নির্বাহী কমিটির সদস্য ও তুফান স্পোটিং ক্লাবের শেখ তানজিম কালাম তমাল, ইকবাল কবির খান বাপ্পি, মো. আলতাপ হোসেন, সৈয়দ জয়নুল আবেদীন জসি প্রমুখ।

সকাল ১১ টায় জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলায় তুফান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক অর্ক টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। প্রতিপক্ষ গণমুখী সংঘের অধিনায়ক রিপনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারের খেলায় গণমুখী সংঘ ১৯. ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে দলের জন্য ১২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের হয়ে ব্যাটসম্যান রবিউল ২৭ নোমান ২৭ রান করে। তুফান স্পোর্টিং ক্লাবের বোলার মুরাদ ৩ ওভার বল করে ৪ উইকেট সংগ্রহ করে। এছাড়া নোবেল ২ উইকেট ও জাতীয় খেলোয়াড় মৃত্যুঞ্জয় ১ টি উইকেট ও নাহিদ একটি করে উইকেট লাভ করে। গণমুখী সংঘের ২ জন ব্যাটসম্যান রান আউটের ফাঁদে পড়ে মাঠ ত্যাগ করে।

দ্বিতীয়ার্ধে তুফান স্পোর্টিং ক্লাব জয়ের লক্ষ্যে ১২৭ রান সংগ্রহের জন্য মাঠে নামে। জবাবে তুফান স্পোর্টিং ক্লাব ১৯.২ বল খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করে মৃত্যুঞ্জয় ৪৭, তানভীর ২০ ও আকাশ ২০রান সংগ্রহ করে। ফলে স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার আম্পায়ারের দায়িত্ব পালন করেন তৌফিক তুরাগ ও সাইফুল ইসলাম বাপ্পি, অফিসিয়াল স্করার হিসেবে দায়িত্ব পালন করেন ফজলুল করিম। খেলা শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তুফান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় জাতীয় দলের মৃত্যুঞ্জয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন ক্লাব প্রতিনিধি ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *