কলারোয়াশিক্ষাঙ্গন

কলারোয়ার ‎হেলাতলা স্কুলের ৩ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়ার ‎হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে সাবেক ইউ.পি চেয়ারম্যান আবু তালেব সরদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ আব্দুল রউফ ও আবু তালেব বিশ্বাসের সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায়ী শিক্ষকরা হলেন সহকারি প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক এম, আজিজুল ইসলাম ও মোঃ আব্দুল মাজেদ।

অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হেলাতলা ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওঃ ইমামুল ইসলাম, জামায়াতের যুব বিভাগের উপজেলা সহ সভাপতি আসাদুজ্জামান রোমেল, হেলাতলা ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান ও সহকারি শিক্ষক মোঃ জাহিদ হাসান ও ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি মোঃ আবু জার প্রমুখ।

‎এসময় অবসরজনিত বিদায়ী শিক্ষকগণ তাদের কর্মজীবনের বিভিন্ন দিক উল্লেখ করে নবীন শিক্ষকদের প্রতি কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের সুনাম ধরে রাখতে সকল শিক্ষককে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

‎অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিবৃন্দ ও বিদায়ী তিন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *