কলারোয়াতালাসদর

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় পন্য আ’ট’ক

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করা হয়েছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানে বটতলা নামক স্থান হতে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানে মন্দির রোড নামক স্থান হতে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

বৈকারী বিওপির বিশেষ আভিযানে ছয়ঘড়িয়া নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপি বিশেষ আভিযানে নটিজঙ্গল নামক স্থান হতে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও আগরবাতি আটক করে।

কাকডাঙ্গা বিওপি বিশেষ আভিযানে কলারোয়া থানাধীন গেড়াখালি নামক স্থান হতে ৪ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা ও ঔষধ আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানে দল চেকপোষ্ট এলাকা নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা আটক করে।

আটক মালামালের সর্বমোট মূল্য ৫ লাখ ৬৬ হাজার টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *