সাতক্ষীরায় বিএনপির জনসভা আজ, প্রস্তুতি সম্পন্ন
স্টাফ রিপোর্টার: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপ ঘোষণার দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল ৩টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।
সভাকে সফল করতে ইতোমধ্যে মঞ্চ নির্মাণ, ব্যানার-পোস্টার স্থাপনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শহরজুড়ে প্রচার চালাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।
এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব কাজী আলাউদ্দীন, ডা. মো. শহিদুল আলম, এড. সৈয়দ ইফতেখার আলী, মো. আব্দুল আলিম (চেয়ারম্যান), হাবিবুর রহমান হাবিব, শেখ তারিকুল হাসান, মৃণালকান্তি রায়, আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান ও আক্তারুল ইসলাম। সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ এবং সঞ্চালনায় থাকবেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেন, ১৭ বছর এই দল দুর্বিষহ এবং অত্যাচারিত এবং এখন আমরা একটু নিঃশ্বাস নিচ্ছি। এটাই আমাদের প্রথম জনসভা হবে স্বৈরাচারী হাসিনার পতনের পর। আপনারা সবাই জানেন, সাতক্ষীরা জেলা স্বৈরাচার হাসিনার সবচেয়ে রেয়ার মার্কেট জেলা ছিল, যেখানে অত্যাচার-নির্যাতন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এই অত্যাচার ছিল বিভীষিকাময়। আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, এবং শত শত মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাই সাতক্ষীরা জেলা বিএনপি আজ স্বতঃস্ফূর্তভাবে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে যোগদান করবে।
তিনি আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মনে করি, এটি সাতক্ষীরা জেলার একটি ঐতিহাসিক জনসভা হবে। লক্ষাধিক মানুষের সমাগম হবে। ছোট্ট একটি জেলা হলেও যে পরিমাণ নেতাকর্মী এবং সমর্থকের আগমন ঘটবে, তা প্রমাণ করবে যে আমাদের দলের প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থন রয়েছে। আমরা কল্যাণের রাজনীতি করি, দেশপ্রেমের রাজনীতি করি। আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমাদের প্রকৃত অবস্থানটি দেখাতে চাই।
বিএনপির জনসভাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, বিএনপি’র জনসভা কে কেন্দ্র করে আমাদের পর্যাপ্ত ফোর্স রেডি রয়েছে। রাত থেকেই নিরাপত্তার জন্য পুলিশ সক্রিয় রয়েছেন। ইনশাআল্লাহ-প্রোগ্রাম পার করে ফেলবো।